[২]আরণ্যক রিভিও

#বই রিভিও ২ বই - আরণ্যক লেখক - বিভূতিভূষণ বন্দোপাধ্যায় বাংলা সাহিত্যের শক্তিমান লেখক বিভূতিভূষণ এর একটি কালজয়ী সৃষ্টি আরণ্যক। এটি এমন একটি বই, যা হাতে নিয়ে আপনি শেষ না করে উঠতে পারবেন না। চলুন, জেনে নেই কিছু বিবরণী, যাতে আপনারা বুঝতে পারেন আমার কথার সত্যতা :D উপন্যাস এর প্রধান চরিত্র সত্যচরন। ভাগালপুর এর কাছাকাছি একটি জংগলে, এস্টেট এর পরিচালক হিসেবে নিযুক্ত হয়। শহুরে সভ্যতার ছেলে সত্যচরণ এর জংগলের জীবনযাপনে মানিয়ে নেওয়াটা এক কথায় অসম্ভব ছিলো। যা নিয়ে তার নিজের মনেও অনেক দ্বিধা ছিলো। কিন্তু ধীরে ধীরে এ বন, লোকালয়ের সৌন্দর্যের বাতাস তার মনে লেগে গেলো। ধীরে ধীরে এখানকার আদিবাসী ও স্থানীয় দের সাথে তার পরিচিতি বাড়তে থাকে। একটা সময় এ মানুষগুলোর জীবনমান এর উন্নতি চাওয়ার অপরাধে জমিদার এর সাথে মনোমালিন্য ঘটে সত্যচরণের। তার পরিপ্রেক্ষিত এ নানান ঘটনার মধ্য দিয়ে সে তার চাকরী হারায়। কিন্তু ততদিনে ওই শহুরে সত্যচরণ এর বুকে বেধে বসে এই বন, বনের মানুষ। তাদের মায়া সে কিছুতেই ছাড়তে পারেনা। যেতে ইচ্ছে হয়না, তাদের ছেড়ে। শেষে কি হলো?? জানতে চাইলে পড়ে ফেলুন, অসাধারণ এই উপন্যাস টি :)

Comments

Popular posts from this blog

[১]পথের পাঁচালি রিভিও

A brief history of Rubiks cube